মো:আশরাফ,বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে বেপরোয়াগতির বাস চাপায় লাবলু মাঝি (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী সেন্টু মৃধা গুরুত্বর আহত হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত লাবলু গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। খবরপেয়ে গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুনিম জানান, গুরুত্বর দুইজনকে হাসপাতালে নিয়ে আসার পর লাবলু মাঝিকে মৃত ঘোষনা করা হয়। এছাড়াও সেন্টু মৃধার অবস্থা আশংকাজনক। তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমিন জানান, দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.