বরিশালের গৌরনদীতে তিন দূর্ঘটনায় আহত-১৫ জন

- আপডেট সময় : ০৪:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশালের গৌরনদীতে পৃথক তিনটি গাড়ি দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা পৌনে বারটার দিকে মহাসড়কের আশোকাঠী প্রশিক্ষা অফিসের সামনে বরিশালগামী যাত্রীবাহি অন্তরা পরিবহনের সাথে ঢাকাগামী আল আমিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই পরিবহনের চালক ও যাত্রীসহ ১১ জন আহত হয়। দুপুর সোয়া বারটার দিকে মহাসড়কের শরীফ বাড়ির সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক ডোবায় পরে গেছে।এতে এক ট্রাক চালক আহত হয়েছে। একইদিন গৌরনদী-পয়সারহাট সড়কের মোল্লাবাড়ি ষ্ট্যান্ডে যাত্রীবাহি গোল্ডেন লাইন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার এসআই সিরাজ জানান, মহাসড়কে দূর্ঘটনা কবলিত পরিবহন ও ট্রাক জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।