মো: জিহাদুল ইসলাম গৌরনদী প্রতিনিধিঃ-
গৌরনদীতে খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বার্থী ইউনিয়ন ভূমি অফিসের উপ—সহকারী ভূমি কর্মকর্তা মিশেল আল সাদিক জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে পৌর এলাকার সুন্দরদী খালের ওপর দুইটি এবং টরকীর চর খালের ওপর দুটি পাকা স্থাপনা নির্মাণ করে আসছিল স্থানীয়রা।যা সোমবার উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে অভিযানকালে গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.