মো:আশরাফ,বরিশাল ক্রাইম প্রধান:বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উর্ত্তীন অসুদ, মুদি দোকান অপরিস্কার থাকায়। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার রত্মপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।অভিযানে মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়ায় ওই বাজারের কাওসার ড্রাগ হাউজকে ১২ হাজার টাকা, মেহেদী মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেডিকেল সেন্টারকে ৬ হাজার টাকা, আল আমিন মেডিকেল হলকে ১২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী সিকদার ষ্টোরকে ২ হাজার টাকা, হাওলাদার ষ্টোরকে ২ হাজার টাকা, সাদিয়া ষ্টোরকে ২ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা ককরে তা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টার সুকলাল শিকদার, আগৈলঝাড়া থানার এসআই সৌমেন বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.