বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

- আপডেট সময় : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৭ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় নছিমন উল্টে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১জনার। এসময় আহত হয়েছে ৩জন। জানা গেছে, আহত ও নিহত পরিবারের কাছ থেকে যানা যায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের আলাউদ্দিন বেকারীর সামনের সড়কে দ্রুতগতির একটি নছিমন উল্টে তার নিচে চাপা পরে প্রবাসী ওয়াসিম খানের ছেলে তামিম খান (১৮) ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। এসময় ওই নছিমনে থাকা উত্তর শিহিপাশা গ্রামের নয়ন মারামাতের ছেলে মেহেদী মারামাত (১৭), বুলবুল হাওলাদারের ছেলে রহমান হাওলাদার (১৮), কালাচাঁদ হাওলাদারের ছেলে ফরহাদ হাওলাদার (১৮) ও আনোয়ার হোসেন খানের ছেলে নাজমুল হোসেন খান (১৯) আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ রায় তামিম খানকে মৃত ঘোষনা করে। এদের মধ্যে নাজমুল হোসেন খানকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।