মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে। মৃত গৃহবধূ ভবেষ তপাদারের স্ত্রী মিনতি তপাদার (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পরে মিনতি তপাদার পারিবারিক কলহের কারণে ঘরে থাকা বিষাক্ত কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। তখন তার পরিবারের লোকজন ও স্থানীয়রা মিনতি তপাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষনা করেন।ডা. মিরন হালদার জানান, স্থানীয়রা মিনতি তপাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.