বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৩:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

রাসেল মাহামুদ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। তাই সমবায়ের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।












