||বরগুনায় অজ্ঞাত লাশ||
স্টাফ রিপোর্টার (বরগুনা) : বরগুনার পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের নীলিমা পয়েন্ট এলাকার নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় এক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, গেলো শুক্রবার রাতে ট্রলার ডাকাতির ঘটনায় পটুয়াখালী-গলাচিপার রাশাদ নামের এক জেলেকে কুপিয়ে নদীতে ফেলে দেয়া হয়েছিল। এখন পর্যন্ত রাশাদের কোন খোঁজ পায়নি পরিবার। এটা তার মরদেহ হতে পারে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুজ্জামান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন এবং গলায় রশি বাঁধা রয়েছে। ডান হাতে একটি ব্রেসলেট পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.