নিজস্ব প্রতিবেদক, ফেনী (চট্টগ্রাম):
বড় ভাইয়ের হাতুড়ি আঘাতে ছোট ভাই মারাত্মক ভাবে আহত হয়।
ফেনীর ছাড়িপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সোমবার দুপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন ছোট ভাই মানিক মিয়া।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, একটি দোকানে মেশিন সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আব্দুল্লাহ বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মানিক মিয়ার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। হামলার সময় বাবুল বলেন, "তোকে আজকে মৃত্যু নিশ্চিত করব"—এমন হুমকিও শোনা গেছে।
গুরুতর আহত অবস্থায় মানিক মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহত মানিক মিয়া জানান, বড় ভাই আব্দুল্লাহ বাবুল একজন মাদকাসক্ত এবং আগেও তাকে ছুরি নিয়ে আক্রমণ করেছিলেন। এছাড়াও, বাবুল প্রায়ই তার শালার হুমকি ধামকি দেন বলে অভিযোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.