এম.আর.চৌধুরী রাজু নীলফামারী থেকে:
রোববার রাতের ভাড়ী বর্ষণ ও বজ্রপাতে সৈয়দপুরে বিমান বন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্থের ঘটনায় বিমান ওঠানামায় বিঘ্নিত হয়েছে৷
সোমবার(২০মে) সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমান চলাচলে বিঘ্নিত হয়৷ পরে রানওয়ের সমস্যা সমাধান হলে, বিমান চলাচলে আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে যায় সৈয়দপুর বিমানবন্দর৷
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।
তিনি জানান, গতকাল রোববার রাতে বজ্রপাতে বিমান বন্দরের নিরাপত্তা বলয়ের ভেতরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ সেসব রাতের মধ্যে মেরামতও করেছে। কিন্তু মেরামত করা স্থানগুলো এখনো ভালভাবে না শুকানোয় বিমান ওঠানামা বিঘ্নিত হয়েছে৷ বেলা ২ নাগাদ সমস্যা গুলো সমাধান হলে,, পুনরায় বিমান চলাচল স্বাভাবিক হয়৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.