বগুড়া সদর উপজেলায় নানার হাতে নাতি খুন

- আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
বগুড়ায় বন্ধন সরকার ৫ নামের এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে।
বগুড়া সদর উপজেলার ৯ নং নুনগোলা ইউনিয়নের শশীবদোনি হিন্দু পাড়ায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে, নিহতের শিশু বন্ধন সরকার বয়স পাঁচ বছর। সে সদরের পীরগাছা এলাকার রবি দাসের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত নানা সুকুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুকুমার শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে। তিনি এলএলবি শেষ বর্ষে পড়াশোনা করত। সুকুমার দাস ভুক্তভোগী শিশু বন্ধন সরকারের মায়ের মামা। অর্থাৎ সম্পর্কে তিনি বন্ধন সরকারের নানা হন।
নিহত বন্ধনের বন্ধুর মা কান্নারত অবস্থায় বলেন, এক সাথেই আমরা হরিবাসরে আসছিলাম। আজ হরিবাসর শেষ করে বাড়িতে যেতে চাচ্ছিলাম। হরিবাসরে বসে থাকা অবস্থায় শুনি বন্ধনকে তার নানা সুকুমার গলাকেটে হত্যা করেছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুকুমারকে গ্রেপ্তার করেছি। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়েছে। সেখানে কর্মরত ডাঃ তাকে মৃত্য ঘোষনা করলে। হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে।