
বকশীগঞ্জ (জামালপুর):
বকশীগঞ্জে মানব পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর নেতা বিপুল মিয়া (অন্য নাম বিপুল তালুকদার) কে আটক করেছে পুলিশ। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিপুল মিয়া নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কেউ চাঁদাবাজি করছে, কেউ বদলি ও তদবির বানিজ্যে লিপ্ত— আবার কেউ মানব পাচারের মতো ভয়ঙ্কর অপরাধে জড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় মানব পাচার মামলায় এবার ধরা পড়লেন বিপুল।
উল্লেখ্য, এর আগেও তিনি জাতীয় নাগরিক পার্টির পরিচয়ে কামালপুর ইউনিয়ন পরিষদে চাঁদাবাজি করতে গিয়ে জনগণের হাতে আটক হয়েছিলেন। তবে সে সময় আইনের ফাঁক গলে বের হয়ে আসলেও এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.