মোঃ শিহাব মাহমুদ, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম আবদুল হামিদ (৪৮)। তিনি মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবদুল ওয়াহেদ এর ছেলে। আবদুল পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশে ছাগল চড়াতে যান আবদুল হামিদ। এসময় জঙ্গলের পাশে একটি সাপ দেখতে পান তিনি ।
আবদুল হামিদ সাপটিকে তাড়াতে গেলে বিষাক্ত সাপটি তার দিকে তেড়ে আসেন এবং তাকে ছোবল দিলে তিনি বাড়িতে চলে আসেন। দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া হলে আবদুল হামিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাপের ছোবলে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.