বকশীগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত পিতা

- আপডেট সময় : ১১:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ শিহাব মাহমুদ , বকশিগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনিসা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) ভোর ৬টার দিকে বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাককর্মী আমিনুল ইসলাম ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ভোরে জামালপুর থেকে সিএনজিযোগে রওনা হয়ে তারা বকশীগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলেন।
পথিমধ্যে নূরগঞ্জ ( বাঁশকান্দা) বাজার অতিক্রমকালে ঢাকাগামী একটি বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় আনিসা। দুর্ঘটনায় তার পিতা আমিনুল ইসলাম আহত হন।
এ বিষয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্তিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।