মো: শিহাব মাহমুদ,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা সহ বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থতি ছিলেন। মতবিনিময় সভায় চরাঞ্চলে গ্রামীণ রাস্তা ঘাটের উন্নয়ন করা, উপজেলার মান সম্মত শিক্ষার উন্নয়ন, শহরের জানযট নিরসন করা, ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করতে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া, টিসিবির পণ্য বিতরণে অনিয়ম রোধ করা, লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন করা, অপ্রয়োজনীয় প্রকল্প হাতে না নেওয়া, পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি করা, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা, নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, হাতির আক্রমন থেকে রক্ষায় ব্যবস্থা নেওয়া, সাংবাদিক মনিরুজ্জামান লিমনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো, আত্মহত্যার প্রবণতা রোধে সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করা, ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত অবকাঠামো গুলো সংস্কার করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন সকল গণমাধ্যমকর্মীর সহযোগিত কামনা করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.