সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ প্রতিনিধি:
রফিক ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসায় এসএসসি ও দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্ত এবং অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব জনাব মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামালপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ছামছুল আলম এবং বকশীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আজাদুর রহমান ভুঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম. আর. করিম (রেজা)।
অনুষ্ঠানটি মেধাবীদের প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।