সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের বাট্টাজোর ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হামিদুর রহমান বহিস্কার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

শিহাব মাহমুদ নিজস্ব সংবাদদাতা:-
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নাশকতা মুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হামিদুর রহমানকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। জাতীয়তাবাদী ওলামা দল জামালপুর জেলা শাখার আহবায়ক মাওলানা গোলাম রব্বানী স্বাক্ষরিত এক পত্রে রোববার রাতে তাকে বহিস্কার করা হয়।
বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে মাওলানা হামিদুর রহমানের অবস্থান ছিল বিএনপির বিরুদ্ধে। আওয়ামীলীগের সাথে আতাত করে বাট্টাজোর ইউনিয়নে নাশকতা মুলক কর্মকান্ড করেছেন তিনি। যে কারনে নাশকতা মামলায় আসামী হয়ে জেল খেটেছেন তিনি। এতে দলের ভাবমূর্তি দারুণ ভাবে নষ্ট হয়েছে। তাই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হইল। তিনি ওলামা দলের সাংগঠনিক কর্মকান্ডে কখনো অংশ গ্রহন করতে পারবেন না বলে জানানো হয়।