বকশিগঞ্জে সাবেক এমপি চেয়ারম্যান সহ ৫৯ জনের নামে মামলা
- আপডেট সময় : ০৯:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

মোঃ শিহাব মাহমুদ, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ১৬ মাস পর ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের ৩৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদের এক নেতা। মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীনসহ দলটির ৩৫৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০০-৩০০ জনকে।
মামলার বাদী বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন। বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ থানায় মামলা হলেও বিষয়টি গোপন রাখা হয়। আজ সোমবার জানাজানি হলে সাংবাদিকদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।


























