বকশিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ১২:৪১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

বকশিগঞ্জ প্রতিনিধি:-মো: শিহাব মাহমুদ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে গত ২২ মে বুধবার রাতের আঁধারে আগুন দিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত উকিল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের নেতৃত্বে ২৯ মে বুধবার বেলা ১১টা থেকে জিন্নাহ বাজারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ২২ মে বুধবার গভীর রাতে স্থানীয় চড়িয়া পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে উকিল মিয়া জিন্নাহ বাজারে পেট্রোল দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন। বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা ফুটেজে উকিল মিয়ার সংশ্লিষ্টতা মিলে। তাই তাকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মানববন্ধনে ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ, ডা. লিয়াকত আলী, কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে থানা পুলিশের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।