মোঃ শিহাব মাহমুদ, বকশিগঞ্জ জামালপুর প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আওয়ামী লীগনেতা ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম লাভলুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ডিবি পুলিশ। ২৮ আগস্ট, বৃহস্পতিবার সকালে উপজেলার সানন্দবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রেজাউল করিম লাভলু চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের কামারেরচর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।
দেওয়ানগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন তালুকদার এ প্রতিবেদককে বলেন, মো. রেজাউল করিম লাভলুর বিরুদ্ধে নৈরাজ্য ও নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ২৯ আগস্ট, শুক্রবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.