ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উদযাপনে গৌরনদীতে বিএনপির সমাবেশ বিজয় মছিল

- আপডেট সময় : ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উদযাপনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ ও বিজয় মিছিল গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে যারা আন্দোলনকারী ও সাধারন মানুষকে হত্যা করেছে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।হত্যাকারীদের রক্ষা করতে যারা চেষ্টা চালাবে তাদেরকেও আমরা ছাড়বো না।বিচার বিভাগ যদি আমাদের কাছে রশি চায় তাহলে আমরা বিচার বিভাগকে রশি সরবরাহ করব।কেননা স্লোগান উঠেছে, রশি লাগলে রশি নে, জুলাই হত্যাকারীদের ফাঁসি দে।মঙ্গলবার দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উদযাপনে জন সমাবেশে হাজার হাজার জনতা ও দলীয় নেতাকর্মীদেরমূহু মূহু স্লোগানে মুখর ওই জনসমাবেশ স্থল। জহির উদ্দিন স্বপন আরও বলেন,জাতিকে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথ দেখাতে পারছি তারেক রহমানের নেতৃত্বেরাষ্ট্র মেরামত করে।
এখনজাতির মুক্তির জন্য একটাই কাজ, পলাতক শেখ হাসিনা এবং সমস্ত খুনিদেরকে বিচার করাআর অবাধনির্বাচনের ব্যবস্থা করা।
আমরা বড় বড় কথা বলি কিন্তুযদি দেখা যায় আমাদের দলের মধ্যেই মাদক ব্যবসায়ী, যদি দেখা যায় আমাদের দলের মধ্যেই গডফাদার। আমাদের দলের মধ্যেই নতুন নতুন হারিছ, আপনারা কি তার মানবেন।সময় হাজার হাজার জনতা সমস্বরে উত্তর দেন না।এ পর্যায়ে স্বপন বলেন, কিন্তু গডফাদাররা যদি বিরাট শক্তি নিয়ে১০-১২-২০ জনের বাহিনী নিয়ে আক্রমণ করে আপনারা কি করবেন, ৫ আগস্ট যেভাবে গডফাদারের রানী শেখ হাসিনা কে মোকাবেলা করেছি গৌরনদী আগৈলঝাড়ায় যে কোন গডফাদার, সে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক তার বিরুদ্ধে আমরা গণ প্রতিরোধ গড়ে তুলবো।
জনসমাবেশ ও বিজয় মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ,উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন, নিউ ইংল্যান্ড বিএনপি’র সভাপতি সৈয়দ বদরে আলম।বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবাহক বদরুজ্জামান মিন্টু, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু,বিএনপি নেতা মোঃ সামীম সহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন, জাকির হোসেন রাজা। উক্ত জনসমাবেশ ও বিজয় মিছিলে ফ্যাসিবাদ বিরোধী১৭ বছরের আন্দোলন সংগ্রাম ও জুলাই বিপ্লবে নিহত শহীদের স্বজনরা উপস্থিত ছিলেন।
সমাবেশ ও বিজয় মিছিলে র্গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আলাদা আলাদা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।।