আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের সংরক্ষিত সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী নাজমুল হাসান।কারাগারে যাওয়া ওই সংরক্ষিত ইউপি সদস্য হলেন ফাতেমা আক্তার লিপি। তিনি মাধবপাশা ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।মামলার বাদী হলেন মাধবপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বেগ।মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, সংরক্ষিত সদস্য ফাতেমা আক্তার লিপি ২০২৩ সালের ৯ জুলাই মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে নিজ নামের ফেসবুক আইডি থেকে মানহানিকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়।পর দিন একই আইডি থেকে আবারো কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে ভিডিও প্রচার করে। এসব স্ট্যাটাস ও ভিডিও প্রচার বন্ধ রাখার অনুরোধ করলে প্রত্যাখ্যান করে।বেঞ্চ সহকারী নাজমুল বলেন, এ ঘটনায় ইউপি সদস্য মোহাম্মদ আলী বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারক এয়ারপোর্ট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। পুলিশ প্রতিবেদন পেয়ে বিবাদীকে সমন দেয়।সমনের জবাব দেওয়ার জন্য বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়। সন্তোষজনক জবাব না পেয়ে বিচারক তাকে কারাগারে পাঠান বলে জানান বেঞ্চ সহকারী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.