ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুকে অভিনন্দন জানিয়ে সোনাগাজীতে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০১:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টু মনোনয়ন পাওয়ায় সোনাগাজীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, “আবদুল আউয়াল মিন্টু একজন সৎ, যোগ্য ও জনগণের প্রিয় নেতা। তাঁর নেতৃত্বে ফেনী-৩ আসনে বিএনপি পুনরায় জনগণের আস্থা অর্জন করবে।”
এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢোল-তবলা বাজিয়ে ও দলীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শতাধিক কর্মী-সমর্থকের অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।



















