ফেনী সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

মোঃ হানিফ, স্টাফ রিপোর্টার,ফেনী:
ফেনী সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর কবির রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনী জেলা ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন মিয়াজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল মজুমদার, জেলা যুবদলের সদস্য মওদুদ আহমেদ রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-প্রকাশনা সম্পাদক গোলাম মহিন সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সুফল, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ জ্যাকি প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসা।
নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ৪–১ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে জয়লাভ করে।