ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চির আব্দুস সোবহান মুন্সীর ইন্তেকাল
- আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চি নিবাসী মরহুম হাজী মন্তু মিয়ার ছোট ছেলে আব্দুস সোবহান মুন্সী সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাত ২টার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুস সোবহান মুন্সী আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা পরিচালক জনাব মোঃ আবুল কাশেম-এর খালা শ্বশুর ও নিকট আত্মীয় ছিলেন।
মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা পরিচালক জনাব মোঃ আবুল কাশেম ও মানবাধিকার পরিবারের সদস্যবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী সদর ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ হানিফ এক শোকবার্তায় বলেন,
“মরহুম আব্দুস সোবহান মুন্সী ছিলেন বিনয়ী, সদালাপী ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন সজ্জন মানুষ।
তাঁর মৃত্যু ফেনীর সমাজে এক অপূরণীয় ক্ষতি।”
























