মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:ফেনী পুলিশ সদস্যদের ০৩ দিন মেয়াদী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ফেনী জেলা পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান।
ফেনী পুলিশ সুপারের কর্যালয়ের কনফারেন্স রুমে ০৩ দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সক্ষমতা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মুঃ সাইফুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব নিশাত তাবাসসুম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ফেনীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.