মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষার্থীরা নিজ বিভাগের সমস্যা, একাডেমিক কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর এবং আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রভাষক কাজী তাসনিম জাহান, তৌহিদুল ইসলাম, মাধবী পাল, শরীফ হোসাইন, ল স্টুডেন্টস’ ফোরামের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজিব, ব্লাড সেলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষার্থীরা।
বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধের চর্চা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে বিভাগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্টস’ ফোরাম ও ল ব্লাড সেলের অবশিষ্ট মেয়াদের শূন্য পদগুলো পূরণের জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে। ল স্টুডেন্টস’ ফোরামের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক রনক রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সবুজ এবং সহকারী অর্থ সম্পাদক আরফান হোসেন।
অন্যদিকে, ল ব্লাড সেলের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন শাহরিয়ার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সজিব এবং প্রচার সম্পাদক মোহাম্মদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.