মোঃ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনী আলকেমি হাসপাতালে সিজারের পর প্রসুতির পেটে গজ কাপড় রেখেই সেলাই করেন ডাক্তার তাসলিমা আক্তার
ফেনী আল কেমি হাসপাতালে সিজার অপারেশনের সাত মাস পর এক প্রসূতির পেট থেকে ১ ফুট লম্বা গজ কাপড় উদ্ধার হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায় গত ৩০ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং ছাগলনাইয়ার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী ফরিদা ইয়াসমিনকে ৪০ প্রসবের জন্য ফেনী আলকেমি হাসপাতালে ভর্তি করা হয়।
ঐদিন অপারেশন করেন ডাক্তার তাসলিমা আক্তার। এরপর থেকে ফরিদা ইয়াসমিনের দীর্ঘ সাত মাস প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। বিভিন্ন গাইনি ডাক্তার দেখে দেখানো হয়। অবশেষে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় তার পেটর মাঝে ফুলে থাকা শক্ত একটি বস্তু রয়েছে। ২৮ আগস্ট রোজ বৃহস্পতিবার ফেনী আল বারাকা হাসপাতালে ডাক্তার আজিজ উল্লাহর তত্ত্বাবধানে অস্ত্র প্রচার মাধ্যমে ওই গেজ কাপড়টি বের করা হয়।
এ ঘটনার ভুক্তভোগী পরিবারের সাথে আলোচনা করে জানাজায় তারা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে আলাপ কাল জানাজা এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি, যদি মামলা হয় সাথে সাথে উক্ত হাসপাতালে বা ডাক্তার তাসলিমা আক্তারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.