মোহাম্মদ হানিফ ফেনী জেলা স্টাফ রিপোর্টার: ফেনী জেলার ডিসি ও এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি
আজ বিকাল পাঁচ ঘটিকার সময় ফেনীর ঐতিহ্যবাহী শহীদ মিনার। উক্ত শহীদ মিনারের পশ্চিম গেটে হকার ও কিশোর গ্যাং মিলে গাঞ্জা ও কোমল পানি বিক্রি করেন।
হকার ও কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীদের এত সাহস বেড়ে গিয়েছে প্রশাসনের গায়ে হাত তুলতেও তাদের দ্বিধাবোধ করছে না।
এদের কাছে প্রশাসন নিরুপায় মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপারের কাছে আকুল আবেদন অতিসত্বর যেন ফেনী শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে বাঁশ পাশ থেকে কিশোর গ্যাং, হকার, মাদক ব্যবসায়ী দেরকে গ্রেপ্তার করে সাধারণ জনগণকে চলাচল করার ব্যবস্থা করেন।
এতে জনজীবনের বিঘ্ন সৃষ্টি হয়। গত দুদিন আগে ফেনী পৌরসভার উদ্বোধন প্রশাসন ও নিরাপদ সড়ক আন্দোলন এর কমি সহ এবং পুলিশ সহ যৌথভাবে উক্ত হকার ও কিশোর গ্যাংদের সাথে উচ্ছেদ অভিযান নিয়ে দষা দসি সৃষ্টি হয়।
হকার আর কিশোর গ্যাং একত্রিত হয়ে পৌরসভার লোকজন কে আক্রমণ করেন। এত বড় ক্ষমতা হকার ও কিশোর গ্যাং কোথায় থেকে পেল। ফেনী জেলার ডিসি সাহেবের প্রতি ও পুলিশ সুপারের প্রতি বিনয় অনুরোধ আপনারা এ হকার ও কিশোর গ্যাং গাঞ্জা বেপারী দের কে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই।
পরিচালক
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারী সংস্থা এন্ড লিগ্যাল এইড।
ডিসটিক হিউম্যান রাইস ব্রাঞ্চ ফেনী।
ফেনী জোন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.