ফেনীর রাজাঝির দিঘিতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির লাশ
- আপডেট সময় : ১০:২৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:স্থানীয়দের নজরে আসার পর পুলিশ উদ্ধার করেছে লাশ; পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে
ফেনী শহরের অন্যতম পরিচিত জলাশয় রাজাঝির দিঘিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা দিঘির পানিতে লাশটি ভেসে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাশ জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ২ থেকে ৩ দিন আগের। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে।”
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লাশের পরিচয় শনাক্ত, ঘটনাটির পেছনের কারণ নির্ধারণ এবং কোনো অপরাধজনিত ব্যাপার জড়িত আছে কি না—এসব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে এবং অনেকেই ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
রাজাঝির দিঘি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ আশা করছে, খুব দ্রুতই মৃত ব্যক্তির পরিচয় জানা যাবে এবং ঘটনার রহস্য উন্মোচন হবে।


















