সংবাদ শিরোনাম :
ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এসএম কামাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ফেনী-১ আসনের এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন চৌধুরী, আমির – ফুলগাজী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রফেসর আব্দুল মাতিন, জেলা সেক্রেটারি – ফেনী শ্রমিক কল্যাণ ফেডারেশন, এবং মুজিবুল হক, সভাপতি – ফুলগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক, সভাপতি – দরবারপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।