সংবাদ শিরোনাম :
ফেনীতে ১৪ বছরের কিশোরের দায়ে ৩ লাখ টাকার মাছ নিধন
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:খেলার ছলে বিষ প্রয়োগ, কিশোর গ্যাং সদস্য সরোয়ার হোসেন ফেনী জেল হাজতে।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ভাস্কর গ্রামের আশরাফ আলীর কৃষি খামারে খেলার ছলে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।
ঘটনায় জড়িত কিশোর গ্যাং সদস্য মুহাম্মদ সরোয়ার হোসেনকে ফেনী মডেল থানা পুলিশ আটক করেছে।
এর আগে সরোয়ার হোসেনের বাবা জাফর আহমদকে পুলিশ আটক করেছিলেন। পরে ছেলে সরোয়ার পালিয়ে গেলেও নিজে এসে ধরা দেয় এবং বর্তমানে ফেনী জেল হাজতে রয়েছেন।
ফেনী মডেল থানা পুলিশের এএসআই মোবারক হোসেন জানান, সরোয়ার মাত্র ১৪ বছরের শিশু। তিনি খেলার ছলে বিষের বোতল পুকুরে ফেলে দেওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
পুলিশ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।



















