ফেনীতে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে

- আপডেট সময় : ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার : ফেনীতে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে তুলতে ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। এর অংশ হিসেবে ফেনী জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের আওতায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের লক্ষ্য হলো যুবসমাজকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
প্রকল্প শুরু হওয়ার পর থেকে তিনটি ব্যাচে ৭২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৬২ শতাংশ ইতোমধ্যে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। এ ধারাবাহিকতায় চতুর্থ ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তিতে সারাদেশ থেকে লক্ষাধিক আবেদন জমা পড়ে। প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে।
ফেনী জেলায় ৬২৯ জন আবেদনকারীর মধ্যে আজকের পরীক্ষায় অংশ নেন ৩২৫ জন। পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোঃ নঈম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক (অ.দা) সাইফ উদ্দিন আহম্মেদ এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় প্রধান শাহ মো. সালাউল্লাহ সাইফ।
আগামীকাল (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার পর ফলাফল এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ভাতা, খাবার ও প্রয়োজনীয় উপকরণ পাবেন।
ফেনী জেলা থেকে পূর্ববর্তী তিন ব্যাচে ১৫০ জন প্রশিক্ষণ নিয়েছেন, যাদের মধ্যে ৬০ শতাংশ ইতিমধ্যেই নিয়মিত আয় করছেন। এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।