মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনীতে মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়ান মোল্লা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) পুলিশ লাইন্সের পাশে আজমি মার্কেটের পিছনে শাকিলের বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিয়ান মোল্লা মাদারীপুরের শাখারপাড় গ্রামের গনি মোল্লার ছেলে।স্থানীয় সূত্র জানায়, রিয়ান মোবাইল চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগ ব্যবহার করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.