
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:মানসম্মত সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে সিভিল সার্জন।
ফেনী জেলায় জনস্বাস্থ্য সেবা মানোন্নয়নে কঠোর ভূমিকা নিশ্চিত করতে মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম–এর নির্দেশনায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত করার উদ্যোগ জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়নের আবেদন পর্যালোচনার অংশ হিসেবে ফেনী শহরের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান— মিশন হাসপাতাল, শেভরন ডায়াগনস্টিক, এবং ফেনী ম্যাক্স ডায়াগনস্টিক—এ বিস্তৃত পরিদর্শন পরিচালনা করেছে উপজেলা পরিদর্শন টিম।
উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিমের অংশগ্রহণ
পরিদর্শন টিমের নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।
তার সঙ্গে ছিলেন—
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আব্বাসী,
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ রাশেদুল হাসান,
এবং এমটি (ল্যাব) জনাব মাইনউদ্দিন।
টিমের সদস্যরা প্রতিটি প্রতিষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুসারে খুঁটিনাটি সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করেন।
ডকুমেন্ট থেকে যন্ত্রপাতি—সবকিছুই ঘনিষ্ঠ পর্যবেক্ষণে
পরিদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন আইনগত নথি ও অনুমোদনের ওপর। যাচাই করা হয়—
ট্রেড লাইসেন্স
পরিবেশ ছাড়পত্র
বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি
নারকোটিকস লাইসেন্স
ফায়ার সার্ভিস লাইসেন্স
আণবিক শক্তি কমিশন লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
ভৌত সুবিধা ও চিকিৎসা সেবার পরিবেশও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ছিল—
অভ্যর্থনা কক্ষ, ল্যাব কক্ষ, নমুনা সংগ্রহ ইউনিট, এক্স-রে কক্ষ, অপারেশন থিয়েটার, লেবার রুম ও পোস্ট-অপারেটিভ কক্ষ।
সেবার মান নিশ্চিতকরণে কঠোর অনুসন্ধান
পরিদর্শন টিম হাসপাতালের মানবসম্পদ ও সেবার মানও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। দেখা হয়—
বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, স্টাফ নার্সদের যোগ্যতা ও ডকুমেন্টস
ল্যাবরেটরি পরীক্ষার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের কাগজপত্র
মেডিকেল টেকনোলজিস্টদের দক্ষতা
রিএজেন্টের গুণগত মান
যন্ত্রপাতির আধুনিকতা ও কার্যকারিতা
ল্যাবে জীবাণুমুক্ত পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না।
জনগণের স্বাস্থ্যসেবায় সিভিল সার্জন কার্যালয়ের অঙ্গীকার
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেনীর জনগণ যেন নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা পায়—এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা দায়বদ্ধ। সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের নেতৃত্বে ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান তারা।
ফেনীর স্বাস্থ্য খাতে সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগ স্থানীয় জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.