ফেনীতে গাঁ’জাসহ গ্রে’প্তারের পর এবার বহি’ষ্কার হলেন ছাত্রদল নেতা

- আপডেট সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনীতে গাঁ’জাসহ গ্রে’প্তারের পর এবার বহি’ষ্কার হলেন ছাত্রদল নেতা ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আবেদীন সাগরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁ’জাসহ আটক হওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাগরসহ আরও তিন ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে আদালত সাগরসহ আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করে।এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কর্মকাণ্ডে জড়িত থাকায় তার সাংগঠনিক পদসহ সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের সিদ্ধান্তে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।