ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়

- আপডেট সময় : ০৯:৫৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:নারী-শিশু নির্যাতন দমন, মাদক নির্মূলে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও নতুন সদস্যদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফেনীতে।
শনিবার বিকাল ৩টায় শহরের সৌদিয়া হোটেলের দ্বিতীয় তলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা পরিচালক জনাব মাষ্টার আবুল কাশেম। সঞ্চালনা করেন দাগনভূঞা উপজেলা শাখার সহকারী পরিচালক জনাব মোঃ নুর ইসলাম।প্রধান ও বিশেষ অতিথি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও লেমুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফেরদৌস কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কুমিল্লা জেলা পরিচালক জনাব আবুল খায়ের, জনাব মোর্শেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাদের আলোচনা প্রধান অতিথি মোঃ ফেরদৌস কুরাইশী তাঁর বক্তব্যে বলেন— “ফেনী জেলায় মানবাধিকার সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। আমাদের লক্ষ্য, ফেনীকে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার কার্যক্রমের আদর্শ জেলায় পরিণত করা।” আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কো-অর্ডিনেটর ও সাংবাদিক মোহাম্মদ হানিফ মানবাধিকার কর্মীদের জন্য প্রয়োজনীয় আইন জানার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন— সংবিধান, নারী ও শিশু সুরক্ষা আইন, ফৌজদারি আইন, শ্রম আইন, সাইবার নিরাপত্তা আইনসহ মৌলিক আইনগুলো প্রতিটি মানবাধিকার কর্মীর জানা জরুরি।
কারণ—
✅ ভুক্তভোগীকে সঠিক সহায়তা দেওয়া
✅ মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পাওয়া
✅ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করা
✅ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা—এসব ক্ষেত্রে আইনি জ্ঞান অপরিহার্য। সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট রোমেনা আক্তার নিপু, রোকসানা আক্তার সুমি, রোকেয়া সুলতানা, আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য সদস্যরা।
সমাপনী বক্তব্যসভা শেষে ফেনী জেলা পরিচালক জনাব আবুল কাশেম বলেন—
“ফেনীকে মানবাধিকার কার্যক্রমের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই আমাদের কার্যক্রমে সহযোগিতা করছে।” এছাড়া সংস্থার চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুল হাসান মাহমুদের শাশুড়ির ইন্তেকালে