ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ সোনাগাজীতে সাংবাদিকদের সঙ্গে সান জেনারেল হাসপাতালের মতবিনিময় ফেনীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো দ্বিতীয় কারাগার পরকীয়ার জেরে কৃষক ইসহাক হত্যা,১৬ ঘণ্টার মধ্যেই মূল আসামি গ্রেফতার রাজাপুরে ইউএনওকে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত মনিরামপুরে বজ্রপাতে মাছ শিকারীর মর্মান্তিক মৃত্যু দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত,র‍্যালী ও আলোচনা সভা রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো শ্যামনগরের এম.এম, হাইস্কুলের জমি দখলের হুমকীর প্রতিবাদে মানববন্ধন আগৈলঝাড়ায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ 

ফেনীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো দ্বিতীয় কারাগার

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী: ৬ জেলার ১৮০ জন বন্দিকে স্থানান্তর।ফেনীতে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কারাগারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে ফেনী কারাগার-১ থেকে ২১ জন বন্দিকে স্থানান্তরের মাধ্যমে ‘ফেনী কারাগার-২’-এর কার্যক্রমের সূচনা করেন জেল সুপার মো. দিদারুল আলম ও জেলার ফেরদৌস মিয়া। এ সময় ফুল দিয়ে বন্দিদের নতুন কারাগারে পাঠানো হয়।

এর আগে পুরাতন জেলা কারাগার ভবনটিকেই ‘ফেনী কারাগার-২’ হিসেবে ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে মোট ১৮০ জন সাজাপ্রাপ্ত বন্দিকে ধাপে ধাপে ফেনীর নবঘোষিত এই কারাগারে স্থানান্তর করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দিকে ফেনী কারাগার-২ এ আনা হচ্ছে।

জেল সুপার মো. দিদারুল আলম জানান, মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৮০ জন বন্দিকে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে। বন্দিদের থাকার জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে কারাগারের চারপাশের দেয়াল সাড়ে তিন ফুট পর্যন্ত উঁচু করা ও কাঁটাতার লাগানোর কিছু কাজ এখনো বাকি রয়েছে, যা বরাদ্দ পাওয়া সাপেক্ষে সম্পন্ন করা হবে। বন্দিদের খাবার প্রস্তুতের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ জন অভিজ্ঞ বন্দিকে ইতোমধ্যে আনা হয়েছে।

তিনি আরও জানান, ফেনী কারাগার-২ এ ১৯ পদে মোট ৮৮ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে জেল সুপারসহ ৭৩ জন কর্মকর্তা-কর্মচারী যোগদান করেছেন।

প্রসঙ্গত, ১৯১৫ সালে ফেনী শহরের মাস্টারপাড়ায় দেড় একর জমিতে উপ-কারাগার হিসেবে ফেনীর প্রথম কারাগার প্রতিষ্ঠিত হয়, যার ধারণক্ষমতা ছিল মাত্র ১৭২ জন বন্দি। ১৯৯৮ সালে এটি জেলা কারাগারে উন্নীত হলেও তেমন আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। পরবর্তীতে ১৯৯৬ সালে শহরতলীর কাজীরবাগ মৌজায় সাড়ে সাত একর জায়গায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা কারাগার নির্মাণ শুরু হয়, যেখানে মোট ২৮টি ভবন নির্মিত হয়। ২০১৯ সালের ১২ জানুয়ারি সেখানে বন্দি স্থানান্তর করা হয়। নতুন কারাগারটির ধারণক্ষমতা ৩৫০ জন।

ফেনীতে দ্বিতীয় কারাগার চালুর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে বন্দি সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটল বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

ফেনীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো দ্বিতীয় কারাগার

আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী: ৬ জেলার ১৮০ জন বন্দিকে স্থানান্তর।ফেনীতে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কারাগারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে ফেনী কারাগার-১ থেকে ২১ জন বন্দিকে স্থানান্তরের মাধ্যমে ‘ফেনী কারাগার-২’-এর কার্যক্রমের সূচনা করেন জেল সুপার মো. দিদারুল আলম ও জেলার ফেরদৌস মিয়া। এ সময় ফুল দিয়ে বন্দিদের নতুন কারাগারে পাঠানো হয়।

এর আগে পুরাতন জেলা কারাগার ভবনটিকেই ‘ফেনী কারাগার-২’ হিসেবে ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে মোট ১৮০ জন সাজাপ্রাপ্ত বন্দিকে ধাপে ধাপে ফেনীর নবঘোষিত এই কারাগারে স্থানান্তর করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দিকে ফেনী কারাগার-২ এ আনা হচ্ছে।

জেল সুপার মো. দিদারুল আলম জানান, মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৮০ জন বন্দিকে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে। বন্দিদের থাকার জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে কারাগারের চারপাশের দেয়াল সাড়ে তিন ফুট পর্যন্ত উঁচু করা ও কাঁটাতার লাগানোর কিছু কাজ এখনো বাকি রয়েছে, যা বরাদ্দ পাওয়া সাপেক্ষে সম্পন্ন করা হবে। বন্দিদের খাবার প্রস্তুতের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ জন অভিজ্ঞ বন্দিকে ইতোমধ্যে আনা হয়েছে।

তিনি আরও জানান, ফেনী কারাগার-২ এ ১৯ পদে মোট ৮৮ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে জেল সুপারসহ ৭৩ জন কর্মকর্তা-কর্মচারী যোগদান করেছেন।

প্রসঙ্গত, ১৯১৫ সালে ফেনী শহরের মাস্টারপাড়ায় দেড় একর জমিতে উপ-কারাগার হিসেবে ফেনীর প্রথম কারাগার প্রতিষ্ঠিত হয়, যার ধারণক্ষমতা ছিল মাত্র ১৭২ জন বন্দি। ১৯৯৮ সালে এটি জেলা কারাগারে উন্নীত হলেও তেমন আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। পরবর্তীতে ১৯৯৬ সালে শহরতলীর কাজীরবাগ মৌজায় সাড়ে সাত একর জায়গায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা কারাগার নির্মাণ শুরু হয়, যেখানে মোট ২৮টি ভবন নির্মিত হয়। ২০১৯ সালের ১২ জানুয়ারি সেখানে বন্দি স্থানান্তর করা হয়। নতুন কারাগারটির ধারণক্ষমতা ৩৫০ জন।

ফেনীতে দ্বিতীয় কারাগার চালুর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে বন্দি সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটল বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।