মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি:
ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে বিরোধ কমানোর লক্ষ্যে ফেনীতে “অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলি ইমাম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে আলি ইমাম মজুমদার বলেন, “ভূমি নিয়ে ভোগান্তি শতভাগ সত্য। দুর্নীতি দূর করতে আমরা নিরলসভাবে কাজ করছি। দেশে অধিকাংশ বিরোধের মূল উৎস ভূমি, তাই ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করার মাধ্যমে এই সমস্যাগুলো কমিয়ে আনা হবে। অটোমেটিক ভূমি সেবা সিস্টেম চালু হলে জনগণ সহজেই সেবা পাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি জনাব স্টেফান লিলার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
মতামত প্রদান করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, ফেনী আদালতের জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব।
এছাড়া কর্মশালায় প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.