
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:ফুলগাজী উপজেলা, দরবারপুর ইউনিয়ন – ফেনী জেলা যুবদল বৃহস্পতিবার সকাল ১০টায় দরবারপুর ইউনিয়নে জেলা ঘোষিত যুবদলের সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে।
এসময় বক্তারা জানান, যুবদল আগামী জাতীয় নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে অগ্রণী ভূমিকা রাখবে। যুবদল নেতা নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব মোঃ নঈম উল্যাহ চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভি পি বেলাল-এর নেতৃত্বে সংগঠনটিকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল সদস্যরা ও এলাকার সাধারণ জনগণ। তারা একত্রে বলেন, যুবদল দেশের প্রগতিশীল ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যুব সমাজকে সংগঠিত ও সচেতন করার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবে।
এ সময় কর্মসূচির অংশ হিসেবে এলাকার মানুষের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়, যা নির্বাচনী প্রক্রিয়া ও দলের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.