ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ কর্মসূচিতে বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মুসলমানগণ অংশগ্রহণ করেন।
সোমবার(৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় শহিদ মিনার চত্বরে বিভিন্ন স্কুল-কলেজ থেকে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হয়।
বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল গুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তৌহিদী জনতা প্রস্তুত রয়েছে । আমরা ফিলিস্তিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন।
সমাবেশ থেকে ফিলিস্তিনের জন্য ফান্ড সংগ্রহ ওববাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানানো হয়।
এছাড়াও বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান বিক্ষোভ কারীরা।
বার্তা প্রেরক
মোহাম্মদ জিহাদ
গাইবান্ধা প্রতিনিধিঃ
০৭/০৪/২০২৫
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.