সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর:- মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৫ টায় মুসলিম তাওহীদ ছাত্র-জনতার আয়োজনে খাজুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিল'টি খাজুরা বাজার বাসস্ট্যান্ডে রোড হয়ে যশোর-মাগুরা মহাসড়ক দিয়ে খাজুরা তেলপাম্প হয়ে খাজুরা বাজারের মধ্যে গিয়ে শেষ হয়। এর আগে খাজুরার ছাত্র-জনতার আয়োজনে খাজুরা বাজারের ঈদগাহ ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তারা বলেন, “ফিলিস্তিনে যেভাবে নারী-শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তা বিশ্বের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।” তাঁরা অবিলম্বে হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া ইজরায়েলের পূণ্য বয়কটের জোর দাবি জানান। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইসরাইল পণ্য ক্রয় করা থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং সাধারণ মানুষের ইসরাইল পণ্য বয়কটের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.