সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর:- পূর্ব ঘোষিত আহবানে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় যশোর শহরের প্রাণকেন্দ্র দাড়াটানা শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘণ্টাব্যাপী সমাবেশের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে।
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশ বিদেশের মতো ফুঁসে উঠেছে যশোরের সর্বস্তরের মানুষ। যারা যারা জায়গা থেকে যে যেমন পারছে সে তেমনি ভাবেই প্রতিবাদ জানাচ্ছে।
এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র, নার্স, মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং মুসলিম উম্মাহর আত্মিক অংশ। সেখানে ইসরায়েলি বাহিনীর হামলা সমগ্র মুসলিম বিশ্বের ওপর চরম অবমাননার শামিল। তারা বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, যেন এই মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.