ফরিদপুর জেলা পুলিশের সেহেরী বিতরণ

- আপডেট সময় : ০৭:০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
মাহে রমজান সামাজিক ঐক্য ও নিরাপত্তা বিধানে এবং একটি সংঘাতমুক্ত গঠনমূলক আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে, সমাজে রোজাদারদের পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা ও সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে রমজান মাসের রোজার ভূমিকা অপরিসীম।
পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশ, ফরিদপুরের উদ্যোগে সেহেরী বিতরণ কার্যক্রম পালিত হয়। জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার গভীর রাত্রে নগরের বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে রোজাদারদের মাঝে সেহেরী বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা পুলিশ সুপার ভোরের বাংলা নিউজকে বলেন পুলিশ রাষ্ট্র ও জনগণের বন্ধু ফরিদপুর জেলা পুলিশ শুধু অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়েও কাজ করে না মানবিক বিভিন্ন কার্যক্রমে ফরিদপুর জেলা পুলিশ সব সময় অংশগ্রহণ করে, তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে সেহেরী পৌঁছে দিয়েছি এবং এই ধরনের কার্যক্রম ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।