ফরিদপুরে “৫০ পুড়িয়া হেরোইন এবং ২২০ পিচ ইয়াবা ট্যাবলেট” সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০৮:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
জেলা গোয়েন্দা শাখা (ভাংগা জোন), ফরিদপুর কর্তৃক ০৬/০৪/২০২৪ তারিখ অভিযানে ৫০ (পঞ্চাশ) পুড়িয়া হেরোইন এবং ২২০ (দুইশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
০৬/০৪/২০২৪ তারিখ ০৮.২০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়াল চামট পুরাতন বাসষ্ট্যান্ড মৌসুমী বিছানালয় সংলগ্ন মোহাম্মদ রিপন খান এর পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃসাগর শেখ (২৪) পিতা- মোহাম্মদ শহিদ শেখ,মাতা- মোসাঃ নিলু বেগম, সাং-শোভারামপুর সুইচ গেইট, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, ২। মোহাম্মদ শিপন আহম্মেদ মন্ডল (৩০) পিতা- মৃতঃ খোরশেদ আলম মন্ডল, মাতা- মোসাঃ শিরিন বেগম, সাং বিলচত্রা, ইউপি পাট্রা, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী।
এ/পি ভাসমানদেরকে ৫০ (পঞ্চাশ) পুড়িয়া হেরোইন এবং ২২০ (দুইশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।