স্টাফ রিপোর্টার:
মোঃ আবু তাহের ইসলাম।
সোমবার (২ জুন) গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়কে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটে।
তেলভর্তি একটি ট্রাক ছিনতাই করে নেয় একদল সংঘবদ্ধ ডাকাত।
বিষয়টি জানাজানি হলে পুলিশ গোয়েন্দা নজরদারি শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
ডাকাতির ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় তদন্ত চালায়। তদন্তের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার পাগলা এলাকা থেকে ডাকাত দলের প্রধান জুয়েল হোসেন (৩০) ও একই জেলার সোনারগাঁ থানার সাব্বির আহমেদ (৩২) কে গ্রেফতার করে পুলিশ।
অভিযান চালিয়ে ট্রাক ও তেল উদ্ধার
গ্রেফতারের পর তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ছিনতাই হওয়া ট্রাক এবং ৩৭ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করে।
ট্রাক ও তেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
ডাকাতদের পরিচয় ও আইনি প্রক্রিয়া
গ্রেফতার জুয়েল হোসেন পটুয়াখালীর গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার বাসিন্দা,
তার বাবার নাম জাকির হোসেন।
অপর আসামি সাব্বির আহমেদ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাহাদাৎ হোসেনের ছেলে।
আদালতে পাঠানো হয়েছে আসামিদের
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান,
গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত ও বাকি ডাকাতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.