স্টাফ রিপোর্টার:-
ফরিদপুর শহরের বায়তুল আমান রেললাইন জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক দরিদ্র মানুষের মাঝে ডিক্রিরচর বন্ধু ফোরামের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক খান, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা।
বায়তুল আমান রেললাইন জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী মুন্সির সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবক মোহাম্মদ হায়দার আলী, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেন্টু, সদস্য মোহাম্মদ ইমরান হোসেন জলি পাল, মোহাম্মদ মঞ্জু মিয়া, আতিয়ার রহমান ব্যাপারী, শরিফুল ইসলাম সম্রাট, শাহিন মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন, সব এলাকায় যদি এরকম বন্ধু ফোরাম থাকতো, তাহলে সবার ঈদ আরও আনন্দময় হতো। এভাবে যার যতটুকু সামর্থ আছে, তাই নিয়ে অভুক্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এটি মানবতার এক অনন্য উদাহরণ আখ্যা দিয়ে তা অনুসরনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ২০২০ সালে ডিক্রিরচর বন্ধু ফোরাম প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.