স্টাফ রিপোর্টার:-
ফরিদপুরের বৃদ্ধাশ্রম ‘শান্তি নিবাসে’ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের টেপাখোলাতে অবস্থিত শান্তি নিবাসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুরের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম’ এ ইফতার মাহফিলের আয়োজন করে। বৃদ্ধাশ্রমে থাকা নিবাসীদের সঙ্গে ব্যতিক্রমধর্মী এ ইফতার মাহফিলে উৎফুল্ল দেখা যায় নিবাসীদের।
এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকবর আলী শেখ, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা পরিষদের নির্বাহী মোহাম্মদ বাকাইদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াসিন কবীর, মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভী জামান, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ এস.এম. আব্দুল হালিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম।
এছাড়া এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সদস্য সচিব শেখ জামাল, পূবালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার, সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ ওবায়দুর রহমান, সাবেক ছাত্রনেতা শেখ স্বাধীন শাহেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.