মিলন বৈদ্য শুভ,ফটিকছড়ি (চট্টগ্রাম) :
ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতিরহাটস্থ ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক হাজত রাওয়া, মুশকিল কোশা, আশেকে রাসুল (সঃ) হযরত শাহ ছুফী সৈয়দ আবেদ মনছুর শাহ (রহঃ) প্রকাশ শাহ সাহেব কেবলার ৭ম আজিমুশান পবিত্র বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে অনুষ্টিত হয়েছে। ৩০ জুলাই বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাউছিয়া আবেদ শাহ মঞ্জিলে মহাসমারোহ অনুষ্টিত হয়। হুজুরের একমাত্র শাহাজাদা হযরত সৈয়দ মোহাম্মদ আরাফাত উদ্দীন শাহ এর তত্ববধানে এবং জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক-ভক্ত ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ওরশ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রওজা গোসল, গিলাফ পরিধান, মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, গেয়ারভী শরীফ, খতমে খাজেগান, আজিমুশান মিলাদ, জিকির ও ছেমা মাহফিল। ওরশ উপলক্ষে
জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, হাটহাজারী পৌরসভা কমিটি, ফটিকছড়ি কমিটি, হারুয়ালছড়ি কমিটি সহ বিভিন্ন শাখা কমিটি থেকে পুষ্প অর্পণের মাধ্যমে হুজুরের মাজারে শ্রদ্ধা জানানো হয়। পরিশেষে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারুক পরিবেশন করা হয়। ওরশ উপলক্ষে মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন অনলবর্ষী ইসলামী আলোচক মাওলানা মাসুম রেজা কাদেরী। ছেমা মাহফিল পরিবেশনা করেন মাইজভান্ডারী সঙ্গীত শিল্পী মোহাম্মদ মঈনুদ্দীন সাবিত। এতে অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, সাধারন সম্পাদক নাছির উদ্দীন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বোয়ালখালী হযরত আমিনুল হক পানি শাহ দরবারের শাহাজাদা সৈয়দ মোহাম্মদ এমদাদুল হক, আমেরিকা প্রবাসী মোরশেদ আবু বক্কর, নুরুল হাকিম, মোহাম্মদ মুন্না, আমিনুল ইসলাম চৌধুরী সহ কমিটির অন্যন্যা সদস্যবৃন্দ ও এলাকাবাসি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.