ফটিকছড়ি উপজেলা নির্বাচনে সর্বমোট ৯ জন অনলাইনে মনোনয়ন দাখিল করেছেন

- আপডেট সময় : ০৫:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ
আগামী ২১ মে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে ২য় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় মোট ৯ জন বিভিন্ন পদে মনোনয়ন দাখিল করেন।
তার মধ্যে চেয়ারম্যান পদে ২ জন। এরা হলেন আওয়ামী ঘরনার দুই প্রভাবশালী নেতা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী এবং উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও সাবেক উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান। সিনিয়র ও জুনিয়র একই ঘরনার দুই নেতার মধ্যেই হবে মূল ভোট যুদ্ধ।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন মোট ৫ জন। এরা হলেন সাংবাদিক নেতা সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, বর্তমান ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহিন, নাজিম উদ্দীন সিদ্দিকী, আনোয়ারুল হক, জসীম উদ্দীন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন ফরম দাখিল করেন
এরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন নপুর
সর্বমোট ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে।
রাজনীতিতে কার কখন কোাথায় উত্থান হয় তা বোঝা বড়ই মুশকিল।
দলের হাই কমান্ডের সিদ্ধান্তে হয়ত কারো কপাল খুলে আবার কারো কপাল পুড়ে। আওয়ামী লীগের দীর্ঘ দিনের সিদ্ধান্ত ছিল দলীয় প্রতীকে নির্বাচন হবে। এতে যার রাজনীতির ওপর মহলে হাত যত লম্বা ছিল তার জন্য নৌকা প্রতিক তত সহজ ছিল। অথবা অর্থের একটা প্রভাবও ছিল কিন্তু এইবার প্রতিক বিহীন নির্বাচন সব হিসাব নিকাশ উল্ট দিয়েছে।